ঢাকাTuesday , 15 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

ধুনটে আইনজীবী ও বিএনপি নেতা গ্রেপ্তার।

দেশ চ্যানেল
April 15, 2025 3:02 pm
Link Copied!

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনটে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন ও চাঁদাবাজি মামলার আসামি আইনজীবী রাজ্জাকুর কবির বিদ্যুৎকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পৃথক জায়গায় থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ওই গ্রামের রমজান আলীর ছেলে।

থানা সূত্রে জানা যায়, ২০০৯ সালে বগুড়া সদর থানায় রফিকুল ইসলাম শাহীনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। ওই মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি ছিলেন রফিকুল ইসলাম শাহীন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে আইনজীবী রাজ্জাকুর কবির বিদ্যুতের বিরুদ্ধে তার বাবার (পালিত) দায়েরকৃত চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ ওসি সাইদুল আলম জানান, গ্রেপ্তারকৃত দুইজনকে দুপুরে থানা থেকে বগুড়া আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST