ঢাকাSunday , 20 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ির রামগড়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার।

দেশ চ্যানেল
April 20, 2025 1:33 pm
Link Copied!

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে এবং রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. নূর উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে রামগড় বাজারে অবস্থানকালে থানাধীন ১নং রামগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের যৌথখামার এলাকায়, রামগড়-জালিয়াড়া সড়ক সংলগ্ন যৌথখামার সরকারি বিদ্যালয়ের প্রবেশপথের দক্ষিণ পাশের ঝোপের ভেতর থেকে দেশীয় তৈরি একটি এলজি এবং একটি তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

রামগড় থানা সূত্রে জানা যায়, উদ্ধারকৃত দেশীয় তৈরি এলজির দৈর্ঘ্য আনুমানিক ১৮.৫ ইঞ্চি এবং এতে কাঠের বাট সংযুক্ত রয়েছে। কার্তুজটি তাজা অবস্থায় পাওয়া গেছে। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে অস্ত্র ও গুলি জব্দ করে রামগড় থানার সাধারণ ডায়েরি (জিডি) নম্বর-৭৮৯ অনুযায়ী থানার হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST