আব্দুল গাফফার শেরপুর (বগুড়া) প্রতিনিধি
ধীরগতিতে মাটিবাহী ট্রাক চালাতে বলায় বগুড়ার শেরপুরে বাবা ও তাঁর ছেলেকে বেধড়ক পিটিয়েছেন প্রতিপক্ষের সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা গ্রামে। পরে স্থানীয় লোকজন এসে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার হাসপাতালে পাঠিয়ে দেন। এই ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে শনিবার (১৯এপ্রিল) রাতে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে খন্দকারটোলা গ্রামস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আঞ্চলিক সড়কে মাটিবাহী ট্রাক দ্রুতগতিতে যাওয়ার সময় জোবায়ের হোসেন নামের এক শিক্ষার্থীকে চাপা দেয়। এতে ওই শিক্ষার্থী গুরুতর আহত হন। ঘটনার পর একই গ্রামের চাতাল ব্যবসায়ী আব্দুস সালাম এগিয়ে এসে আহত জোবায়েরকে উদ্ধার করেন। পাশাপাশি ওই মাটিবাহী ট্রাকের চালককে ধীরগতিতে গাড়ি চালাতে বলেন। এনিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে ওই চাতাল ব্যবসায়ী ও তাঁর বাবাকে পেটানো হয়।
হামলায় আহত ব্যবসায়ী আব্দুস সালাম অভিযোগ করে বলেন, ব্যবসার ধান কেনার জন্য হাটে যাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে দুর্ঘটনাটি ঘটে। এসময় ওসমান খন্দকারের মাটির ট্রাক ধীরগতিতে চালাতে বলায় ক্ষিপ্ত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। দেশীয় অস্ত্রসস্ত্রে সর্জিত ওসমান বাহিনীর লোকজন তাকে বেধড়ক পেটায়। একপর্যায়ে তার মাথা ফেটে যায়। পরে তার বাবা এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে তার কাছে থাকা ধান কেনার নগদ তিন লাখ টাকা লুটে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। তবে এই বিষয়ে বক্তব্য জানতে ওসমান খন্দকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্তপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।