মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁ
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা বিষয়ে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবারসকাল ১১:০০ঘটিকায়(২১ এপ্রিল) নিয়ামতপুর উপজেলা হল রুম সভা কক্ষে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ পরিচালনা করেন নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলম, এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, সাংবাদিক সিরাজুল ইসলাম, উপজেলা মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামত পুর শাখার সভাপতি আব্দুল আজিজ শেখ । প্রশিক্ষণ কর্মশালায় গুলশা, পাবদা ও টেংরা মাছ চাষ ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় নিয়ামতপুর উপজেলার ৪০ জন মৎস্য চাষী এ প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।