ঢাকাTuesday , 22 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

অভিমান করে এমবিবিএস ডাক্তারের আত্মহত্যা।

দেশ চ্যানেল
April 22, 2025 9:14 am
Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছেন তরুণ এমবিবিএস ডাক্তার।তরুণ এই এমবিবিএস ডাক্তারের নাম রেদওয়ান আহমেদ অনিক(২৬),তিনি উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকার আশেক আলী ও ফরিদা দম্পত্তির সন্তান।স্থানীয় সূত্রে জানা যায়ঃগত শুক্রবার রাতে তরুণ এমবিবিএস ডাক্তার অনিক তার বোন ও মায়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়।দ্বন্দ্বের পর রাতের কোন এক সময় অনিক তার রুমে আত্মহত্যা করতে গেলে এক পর্যায়ে পরিবারের লোকজন অনিকের কান্নার শব্দ শোনে তার রুমে প্রবেশ করলে দেখেন অনিক বিষপান করেছেন।পরিবারের লোকজন তাকে আহত অবস্থায় দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।চিকিৎসা চলাকালীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার দিবা গত রাত অনুমানিক ৩ ঘটিকার দিকে ইন্তেকাল করেছেন।মঙ্গলবার সকালে তার মরদেহ অ্যাম্বুলেন্সে করে নিজ বাড়িতে পৌছলে পরিবার ও আত্মীয়-স্বজনের কান্নায় ভারি হয়ে উঠে বাড়ির আঙ্গিনা এবং নেমে আসে শোকের ছায়া।রেদোয়ান আহমেদ অনিক মা ও শিশু বিভাগ থেকে এমবিবিএস সম্পন্ন করেন।মেধাবী এই শিক্ষার্থী ২০১৩ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সুনামের সহিত পাশ করেন।ঘটনার ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান বলেন-আত্মহত্যার ব্যাপারে পরিবার হতে কোন রকম অভিযোগ পাওয়া যায়নি,যদি অভিযোগ পাওয়া যায় তাহলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST