মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি.
মানিকগঞ্জে প্রায় ১লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ৬০০ পিস ইয়াবা সহ ২ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।
শুক্রবার (২৫ শে এপ্রিল ) বিষয়টি নিশ্চত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জ এর সহকারী পরিচালক মোঃ আহসানুল কবির বুলবুল জানান, গোপন সংবাদেরর ভিত্তিতে গত বৃহঃস্পতিবার সিংগাইর উপজেলার বড় বাকা দক্ষিণ পাড়া গ্রাম থেকে দীর্ঘক্ষণ মনিটরিং করে ষ্টাফসহ পরিচালিত অভিযানের মাধ্যমে নারগিস আক্তার (৩৬) নামের এক নারীকে আটক করা হয়। তারকাছ থেকে ২০০ (দুইশত) পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তার স্বামী কহিনুর রহমান (৪৬) সরকারী লোকের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
একই দিন সিংগাইর থানাধীন নীলটেক গ্রাম থেকে ৪০০ (চারশত) পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট সহ আঃ আজিজ (৪৬) নামের অপর এক ব্যাক্তিকে আটক করা হয়।
পৃথক দু’টি অভিযানে সর্বমোট ৬০০( ছয়’শত ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । যার আনুমানিক মূল্য বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা শাখার সহকারী পরিচালক মোঃ আহসানুল কবির বুলবুল
আরো জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের সংশ্লিষ্ট ধারায় সিংগাইর থানায় পৃথক দুইটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সিংগাইর থানার মামলা নং- ৩৫ ও ৩৬; তারিখ: ২৪/০৪/২০২৫ খ্রিঃ। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।