মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,
হবিগঞ্জের মাধবপুরে মেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ১ জনের মৃত্যু হয়েছে। তার নাম হোসেন আলী (৩৭)। তিনি উপজেলার চৌমুহনী ইউনিয়নের তিনগাও গ্রামের মৃত আতর আলীর ছেলে।
রবিবার দুপুর তিনটায় ওই উপজেলার বিষ্ণুপুর গ্রামের ঐতিহ্যবাহী কুন্ডু মেলায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হোসেন আলীর বিষ্ণুপুর গ্রামের কতিপয় লোকের সাথে দ্বন্দ্ব ছিল। রোববার দুপুর ৩টায় বিষ্ণুপুর গ্রামের কুন্ডু মেলায় প্রতিপক্ষরা হোসেন আলীকে পেয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তারেকুজ্জামান বলেন, রোগীর স্বজনদের ভাষ্যমতে ঘটনা ঘটেছে তিনটায়, আমাদের কাছে এসে পৌঁছেছে ছয়টায়। প্রাথমিক চিকিৎসা না পেয়ে সাড়ে তিন ঘণ্টায় অতিরিক্ত রক্তক্ষরণে রোগীর মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পাই।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন হাসপাতালে এসে নিহত হোসেন আলীর মায়ের সাথে কথা বলেছেন। তিনি বলেন, দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।