মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসার উপজেলার ভাংগা ব্রীজ সংলগ্ন আলিফ অটো রাইস মিল মালিক মাছুম খান’কে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার বিকেলে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফ উল আরেফীন এ জরিমানা করেন।
জানা যায়, ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙা ব্রীজ সংলগ্ন আলিফ অটো রাইস মিল মালিক ধান থেকে চাল উৎপাদন ও পরবর্তীতে বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না করার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ওই মিল মালিক মাছুম খান’কে নগদ ২০,০০০/- হাজার টাকা অর্থদন্ড করেন। আজ সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
এ ব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আলিফ অটো রাইস মিলের ময়লা ও বজের্যর সঠিক ব্যবস্থাপনা না থাকায় পরিবেশ দূষণ হচ্ছে, তাই পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী মিল মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।