মো:সাদ্দাম হোসেন ইকবাল, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।
যশোরের ঝিকরগাছা পৌর এলাকার পারবাজার সংলগ্ন পাঁচপুকুরের পাশের একটি ফ্ল্যাটবাড়ি থেকে বেনাপোল ও শার্শা উপজেলার আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সাত নেতাকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৪ মে) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মুকুল হোসেন, উপজেলা যুবলীগের সদস্য সাহেব আলী, উপজেলা যুবলীগের সদস্য মহিউদ্দিন আলম ওরফে তোতা মেম্বার, বেনাপোল ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কাজী মাখন এবং বেনাপোল ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি হায়দার আলী।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার একটি ফ্ল্যাটবাড়িতে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়েছে। আটকের কারণ ও পটভূমি যাচাই-বাছাই করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।