মুন্না ইসলাম আগুন স্টাফ রিপোর্টার রাজশাহী:
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত কমিটি গঠনের কাজ চলছে ।
পরিচ্ছন্ন রাজনৈতিক চর্চার ক্ষেত্রে ছাত্র রাজনীতির বিকল্প নেই । ইতিমধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সকল ইউনিটের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। রাজশাহী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কলেজ ছাত্রদলের কমিটি গঠনের কাজ চলছে ।
গত ২৭ /৪/২০২৫ তারিখে রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত ধোপাপাড়া মেমোরিয়াল ডিগ্রী কলেজের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয় ।
কমিটিতে পুরুষ শিক্ষার্থীর পাশাপাশি একজন নারী শিক্ষার্থীও পদ পেয়েছেন।
জানাজায় ঐ শিক্ষার্থীর না মোছাঃ মেহেনাজ মসরিন তিনি ঐ কলেজেই ইন্টার সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী।
তার সাথে কথা বললে তিনি জানান আমি ছাত্রদলের ইতিহাস জেনে ও দেখে এই সংগঠন কে ভালোবাসি । আমি এই ছাত্রদল পরিবারের সদস্য হতে পেরে আনন্দিত।
এই বিষয়ে রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও পুঠিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির বলেন আমাকে জেলা থেকে কমিটি গঠনের জন্য যাচাই-বাছাই করার নির্দেশ প্রদান করা হয় আমি ছাত্রদলের ফর্ম বিতরণের সময় ঐ শিক্ষার্থী ফর্ম পূরণ করে । পরে যাচাই-বাছাই শেষে তাকে কমিটিতে স্থান দেওয়া হয়।
এ ব্যাপারে জানতে রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য হাসেম আলীর সঙ্গে কথা বললে তিনি বলেন ছাত্রদলের পতাকা তলে সবাই আসতে পারে । তবে পূর্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো নেতা কর্মী আমাদের সংগঠনে যুক্ত হতে পারবে না।
এদিকে নারী শিক্ষার্থী ছাত্রদলে যুক্ত হওয়ায় স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে ।