মশিউর রহমান সুমন মেহেন্দিগঞ্জ,উপজেলা, প্রতিনিধি।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার প্রানী সম্পদ অধিদপ্তরের চানপুর ইউনিয়নের Ai টেকনিশিয়ান মোঃ ইমরান হোসেন আজ সকালে পৌরএলাকার কালিকাপুর সরদার বাড়ী সড়কে একটি বেপরোয়া গতির নসিমনের ধাক্কায় গুরুতর আহত হন।
তিনি তখন মোটর সাইকেল চালিয়ে খেজুরতলী তার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন।
রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে মেহেন্দিগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে অবস্থা আশংকাজনক হওয়া কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম- এ প্রেরন করেন।
জানা গেছে বর্তমানে তার অবস্থা আরো বেশি আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার লালমাটিয়া ইস্টার্ন কেয়ার হসপিটালে ভর্তি করা হয়েছে। তিনি চানপুর ইউনিয়নের চরখাগকাটা এলাকার পশু চিকিৎসক সাদেকুর রহমান হাওলাদারের ছেলে।
উল্লেখ্য মেহেন্দিগঞ্জে বেপরোয়া গতিতে চলাচলকারী নসিমনের চালকদের লাইসেন্স নাই। এরা আগে কেউ কেউ রিক্সা চলাতো,, কেউ কেউ ক্ষেতে খামারে দিনমজুরের কাজ করতো।
এই সব অনভিজ্ঞ চালাকদের বেপরোয়া চলাচলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।