মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে জোরপূর্বক বসতভিটা ভাংচুর, উচ্ছেদ করে জমি দখল ও মালামাল লুটের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
ঐ এলাকার হাবুল প্রামাণিকের পরিবার কর্তৃক ঈসমাইল ও সাইফুল গংদের নেতৃত্বে বাদলের বাড়ীঘর ভাংচুর, জোরপূর্বক বসতভিটা দখল এবং মালামাল লুট ও মহিলাদের লাঞ্ছিতের ঘটনায় সোমবার বেলা ১১ টায় উপজেলার গুনারীতলা পশ্চিম পাড়া মোড়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী। এ ঘটনার সাথে সরাসরি জড়িত ঈসমাইল ও সাইফুল গংদের শাস্তির দাবীতে মানববন্ধনে বক্তব্য রাখেন সবুজ মিয়া, ফরিদ মিয়া, সামিউল, রাসেল মুন্সী, এরশাদ, বাদলের ফুফু মুক্তা, ছোট বোন চায়না ও বাদল প্রমূখ। উল্লেখ্য যে, গত শুক্রবার বিকালে গুনারীতলা পশ্চিম পাড়া বাদলের আধাপাকা বাড়ী বেকু দিয়ে ভেঙে বাদলের পরিবারকে বাড়ী থেকে উচ্ছেদ করে এবং মালামাল, স্বর্ণালঙ্কার,নগদ টাকা লুটের অভিযোগ করে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী বাদল।