লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি
“অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়া উপজেলায় ১২ দিনব্যাপী গ্রাম আদালতের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
গত বুধবার (২১ মে) উপজেলা পরিষদ হলরুমে লোহাগড়া উপজেলা প্রশাসন প্রশিক্ষণের আয়োজন করে। লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র প্রশিক্ষণের উদ্ধোধন করেন। উদ্বোধন শেষে উপজেলা কোঅর্ডিনেটর রেজমিন সুলতানা প্রশিক্ষণের কার্যক্রম শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শামীম রেজা, যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা খাতুন প্রমুখ।
প্রশিক্ষণে উপজেলার সকল ইউনিয়নের ইউপি সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে গ্রাম আদালতে কি কি বিচার করতে পারবেন তার উপরে বিস্তারিত আলোকপাত করা হয় এবং কিভাবে গ্রাম আদালতে আবেদন করতে হবে সে বিষয়েও আলোচনা করা হয়।
প্রশিক্ষনার্থীরা বলেন, গ্রাম আদালতে চেয়ারম্যান না থাকায়, এখন গ্রাম আদালত অনেকটা মুখথুবড়ে পড়েছে। এ বিষয়ে প্রশিক্ষণ কোর্ডিনেটর বিচার কিভাবে পরিচালনা করতে হবে তার দিক নির্দেশনা দিয়েছেন।