জেলা প্রতিনিধি:নড়াইল
নড়াইল জেলার লোহাগড়া পৌরসভার কচুবড়িয়া গ্রামে পৈত্রিক জমি নিয়ে বিরোধের জেরে গাছ,বাশ কাটার অভিযোগ উঠেছে। অভিযোগকারীর দাবি, তার পিতা বর্তমানে জেলহাজতে থাকায় সুযোগ নিয়ে প্রতিবেশী একজন ব্যক্তি জোরপূর্বক জমির গাছ কেটে নিচ্ছেন তাদের প্রতিপক্ষ।
ভুক্তভোগী বনিরানী দাস জানান, তার পিতা বিবেকআনন্দ দাসের নামে থাকা কচুবড়িয়া মৌজার ২৪ শতক জমিতে দেওয়ানি মামলা চলমান রয়েছে (মামলা নং ৯৪/২০০৯)। এই জমিতে থাকা বাঁশ ও অন্যান্য গাছপালা ৭০ বছর বয়সী প্রতিবেশী সুবাস দাস কর্তৃক কেটে নেওয়া হচ্ছে। বাধা দিতে গেলে সুবাস দাস তাকে হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় বনিরানী দাস ২৩ মে ২০২৫ তারিখে লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে লোহাগড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অভিযোগটি প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে।পুলিশকে ঘটনা স্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।