ঢাকাSaturday , 24 May 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে ক্ষতিগ্রস্ত মাছ চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ।

Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়িঃ

২০২৪-২৫ অর্থবছরের বাজেট বাস্তবায়নের অংশ হিসেবে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মাছ চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ করেছে মৎস্য অধিদপ্তর।

শনিবার ২৪মে সকাল ১১.৩০টা পানছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলার ৪০ জন চাষীর মাঝে ২ বস্তা করে মোট ৮০ বস্তা মাছের খাদ্য বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন। এসময় তিনি বলেন, “সরকার সবসময় জনগণের পাশে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এ ধরনের সহায়তা কার্যক্রম চলমান থাকবে।”

উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, “এই খাদ্য সহায়তা ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতি পুষিয়ে নিতে সহায়ক হবে এবং তাদের মাছ চাষ পুনরায় শুরু করতে উৎসাহ জোগাবে।”

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং চাষীগণ উপস্থিত ছিলেন। মাছের খাদ্য পেয়ে আনন্দিত চাষীরা জানান, “এই সহায়তা আমাদের মতো ক্ষুদ্র চাষীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ।”

মৎস্য অধিদপ্তরের বাজেট বাস্তবায়নের এই উদ্যোগে চাষীদের মাঝে স্বস্তি ফিরেছে এবং তারা নতুন উদ্যমে চাষাবাদ শুরু করতে প্রস্তুত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST