ঢাকাSunday , 25 May 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান।

Link Copied!

মোঃশরিফুল ইসলাম উপজেলা প্রতিনিধি পুঠিয়া,রাজশাহী

রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা রকম অনিয়ম-দুর্নীতি নিয়ে বরাবরই খবর প্রকাশ হয়। বছরের অধিকাংশ সময় নানা রকম অনিয়ম দুর্নীতির কারণে পত্রিকার শিরোনাম হয় এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। এরই ধারাবাহিকতায় রাজশাহী অঞ্চলের দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা আসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পর্যবেক্ষণ করতে। সকাল থেকে ছদ্মবেশে দুপুর নাগাদ দেখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হালচাল। পরে তাদের পরিচয় দিয়ে অভিযান শুরু করলে নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ।

রবিবার ২৫ মে, সকালে রাজশাহী জেলা কার্যালয়ের সমন্বিত দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আমির হোসেন, ও দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক বোরহান উদ্দিন এবং কনস্টেবল নাদিরা বেগমকে সঙ্গে নিয়ে ওই অভিযান পরিচালনা করেন।

এ সময় সফটওয়্যার থাকার পরেও কাঁচা রশিদ এবং কোন রশিদ ছাড়াই হাসপাতালে বিভিন্ন ধরনের টেস্ট করে টাকা নেয়ার বিষয়টির দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা হাতেনাতে ধরে ফেলেন। পরে হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ড ও ওষুধ ভান্ডার ঘুরে হিসাব চান। হাসপাতালে নানা রকমের অনিয়ম দুর্নীতি আছে বলে দাবি করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আমির হোসেন।

এ সময় দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আমির হোসেন বলেন, আমরা সকাল থেকে ছদ্মবেশে হাসপাতালটি পর্যবেক্ষণ করেছি এবং এখানে নানা রকম অনিয়ম দুর্নীতি দেখতে পেয়েছি। এমনকি চিকিৎসাধীন রোগীদের নিকট হতে অতিরিক্ত অর্থ গ্রহণের সময় হাতেনাতে ধরতে সক্ষম হয়েছি। এসব রিপোর্ট আমরা কমিশনে জমা দিব পরবর্তীতে কমিশন কি ব্যবস্থা নিবেন তা আমরা জানিনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST