ঢাকাTuesday , 3 June 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

“সরকার দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে বহুমাত্রিক কর্মসূচি গ্রহণ করেছে” -উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন।

Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

মৎস্য অধিদপ্তরের উদ্যোগে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দরিদ্র জেলেদেরকে ছাগল ও শুকর বিতরণ করা হয়েছে।

৩ জুন মঙ্গলবার ১১টায় পানছড়ি মৎস্য অফিস প্রাঙ্গণে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমার সভাপতিত্বে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ছাগল এবং শুকর বিতরন করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

‘পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ২০২৪-২৫ অর্থবছরের বিকল্প কর্মসংস্থান কার্যক্রম (Alternative Income Generating Activities – AIGA) বাস্তবায়নের অংশ হিসেবে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময়

১৯ জন জেলেকে ৪টি করে ছাগল ও ৬ জন জেলেকে ২টি করে শুকর বিতরন করা হয়। বিতরনকালে ইউএনও ফারহানা নাসরিন বলেন, “সরকার দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে বহুমাত্রিক কর্মসূচি গ্রহণ করেছে। পাহাড়ি এলাকায় জেলেদের জন্য ছাগল ও শুকর বিতরণ একটি সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ, যা তাদের বিকল্প আয়ের পথ তৈরি করবে।”

সভাপতির বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা বলেন, “মৎস্য সম্পদ নির্ভর দরিদ্র জেলে পরিবারগুলোর মৌসুমি আয় নির্ভরতা কমাতে এআইজিএ কর্মসূচির আওতায় পশুপালন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং পর্যায়ক্রমে অন্যান্য সুবিধাও প্রদান করা হবে।”

উল্লেখ্য, মৎস্য অধিদপ্তরের আওতাধীন এই প্রকল্পটি পার্বত্য এলাকায় জেলেদের আর্থসামাজিক উন্নয়ন, বিকল্প কর্মসংস্থান এবং টেকসই জীবিকায়ন নিশ্চিত করার লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি পার্বত্য চট্টগ্রামের অন্যান্য উপজেলাতেও ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST