আতিকুর রহমান আজাদ,মাদারীপুর প্রতিনিধি:
উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে মাদারীপুরের কালকিনিতে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার বাশগাড়ী ইউনিয়নের কানুরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও প্রধান নির্বাচন কমিশনার মোঃ জাহান্দার আলী জাহান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য মোঃ গাউস উর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারী, সাধারন সম্পাদক মাহাবুবু হোসেন মুন্সি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন হাওলাদার, বিএনপি নেতা মোঃ জসিম উদ্দিনসহ কালকিনি ও ডাসার উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত সম্মেলনে সভাপতি হিসেবে মোঃ নুরুল ইসলাম সরদার, সাধারন সম্পাদক হিসেবে মোঃ মামুন সিকদার ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ মানিক নির্বাচিত হয়েছেন।