ঢাকাTuesday , 1 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে বিএনপি নেতার উদ্যোগে ৩ কিলোমিটার খাল পরিষ্কার: কৃষকদের মুখে হাসি।

Link Copied!

পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে দীর্ঘদিন কচুরিপানায় ভরাট হয়ে পড়া একটি ৩ কিলোমিটার দীর্ঘ খাল কৃষকদের স্বেচ্ছাশ্রম ও এক বিএনপি নেতার ঐকান্তিক প্রচেষ্টায় পরিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকালে দাসপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হোনাগাজী খালে এই জনসেবামূলক কার্যক্রম পরিচালিত হয়।

স্থানীয় কৃষকরা জানান, খালটি কচুরিপানায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা দেখা দেয় এবং ধান ও রবিশস্যের সেচে মারাত্মক সমস্যা হচ্ছিল। এতে কৃষকরা চরম দুর্ভোগে পড়েন। অনেক জমি অনাবাদি থেকে যাচ্ছিল শুধু সেচের পানির অভাবে।

এ পরিস্থিতিতে স্থানীয় কৃষকদের অনুরোধে বাউফল উপজেলা বিএনপির সদস্য ও দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম এ উদ্যোগ গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে প্রায় ৫০ জন কৃষক ও তরুণ সক্রিয়ভাবে অংশ নেন। সকাল ৮টা থেকে চলে খাল পরিষ্কারের কাজ।

খাল পরিষ্কারে অংশ নেওয়া কৃষক রফেজ বাবুর্চি বলেন, এই খাল আমাদের ফসলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন পরিষ্কার হওয়ায় পানি চলাচল সহজ হবে। আমরা খুশি। এরকম উদ্যোগ আরো দরকার।

স্থানীয়রা জানান, সরকারি উদ্যোগে এই খাল দীর্ঘদিন সংস্কার হয়নি। আলী আজম যেভাবে এগিয়ে এসেছেন, তা এলাকাবাসীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

বিএনপি নেতা আলী আজম বলেন, এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়। মানুষের সমস্যা দেখেই আমি পাশে দাঁড়িয়েছি। এলাকার কৃষকরা যদি ঠিকমতো চাষাবাদ করতে না পারে, তাহলে রাজনীতি করে লাভ কী? তিনি আরো বলেন, ভবিষ্যতে অন্যান্য অব্যবহৃত খাল পুনঃউদ্ধার ও পরিষ্কারের জন্যও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।###

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST