ঢাকাTuesday , 1 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শার্শায় দোয়া অনুষ্ঠান, জাতীয় নির্বাচনে জামায়াতের ভূমিকার ঘোষণা।

Link Copied!

যশোর শার্শা প্রতিনিধি:ইব্রাহিম খলিল

শার্শায় অনুষ্ঠিত হলো ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এক হৃদয়ছোঁয়া দোয়া অনুষ্ঠান। আজ মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, যশোরের শার্শা উপজেলার নাভারণের দারুল আমান ট্রাস্ট মিলনায়তনে শার্শা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা রেজাউল ইসলাম, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর জেলা।

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন অধ্যাপক ফারুক হাসান, আমীর, শার্শা উপজেলা জামায়াত এডভোকেট জাহাঙ্গীর আলম, সেক্রেটারি, শার্শা উপজেলা জামায়াত আবুল কালাম আজাদ, সভাপতি, যুব জামায়াত, শার্শা উপজেলা মকবুল হাসান, দায়িত্বপ্রাপ্ত, প্রচার ও মিডিয়া বিভাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র ও জনতার রক্তের বিনিময়ে যেই চেতনার উন্মেষ ঘটেছিল, তা আমাদের জাতীয় রাজনৈতিক ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হয়ে থাকবে। এই আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা।”নির্বাচনী বার্তা ও জামায়াতের ভূমিকা

বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করবে।

তাঁরা জানান, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে জনগণের পাশে থেকে জামায়াত দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

নেতারা বলেন, “শহীদের রক্তের ঋণ শোধ করতে হলে দুর্নীতি, দুঃশাসন ও অবিচারের বিরুদ্ধে একটি জনভিত্তিক, নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তিকে সামনে আনতেই হবে। জামায়াত সেই শক্তি।”

এসময় স্থানীয় জনগণের অংশগ্রহণ ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয় বিশেষ দোয়ার মাধ্যমে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST