আবুজর গিফারী, উপজেলা প্রতিনিধিঃ
মনে রাখতে হবে বিপ্লবীদের ভুলে ফ্যাসিবাদ আবার ফিরে আসার সম্ভাবনা সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
অদ্য ৫ জুলাই সকাল ৯:৩০ ঘটিকায় আলহেরা একাডেমি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বাংলাদেশ জামায়াত ইসলামী এর অঙ্গসংগঠন “আদর্শ শিক্ষক পরিষদ” এর উদ্যোগে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান, বিশেষ অতিথি ব্যারিস্টার ডক্টর মাওলানা নাজিবুর রহমান মোমেন (৬৮, পাবনা ১ আসনের জামায়াত মনোনীত এমবি প্রার্থী), ডাক্তার আব্দুল বাসেত খান (বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও পাবনা জেলা কর্ম পরিষদ সদস্য), এস এম সোহেল (সহকারি সেক্রেটারি পাবনা জেলা জামায়াত), মাওলানা আতাউর রহমান আমীর বেড়া উপজেলার জামায়াত)।
প্রধান অতিথির বক্তব্যে ১৬ বছর পর গত একটি বছর ধরে ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, কিন্তু কতটুকু আমরা সমাজ পরিবর্তন করতে পেরেছি ভেবে দেখার বিষয়। যে উদ্দেশ্য নিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া হয়েছিল সে উদ্দেশ্যে কতটুকু বাস্তবায়ন হয়েছে।
এখন সঠিক সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে, জাতি যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তার দায়ভার সবাইকে বহন করতে হবে। আমাদের ছোটখাটো স্বার্থ উপেক্ষা করে বৃহত্তর স্বার্থে জাতীয় নির্বাচনে দায়িত্ব নিয়ে যথাযথ ভূমিকা নিতে হবে শিক্ষকদের। সমাজের মানুষদেরও সঠিকভাবে দিক নির্দেশনা করা আপনাদের দায়িত্ব।
শিক্ষক সমাবেশে উপস্থিত শিক্ষক পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য প্রদান করেন।