মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,
মাধবপুর উপজেলা জুড়ে বিভিন্ন মোকাম বাড়িতে পবিত্র আশুরা পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে মিলাদ মাহফিল, রোজা রাখা, শিরনি বিতরণসহ নানান আয়োজন করেন ধর্মপ্রাণ মুসলমানরা।
রোববার (৬ জুলাই) মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামের হোসাইনী মোকাম বাড়িতে দীর্ঘ বছরের ঐতিহ্য ধরে রাখতে নানান আয়োজনের মধ্য দিয়ে পবিত্র এই দিনটি উদযাপন করা হয়।
খাদেম মোঃ আব্দুর রহিমের নেতৃত্বে মোকাম বাড়ি থেকে বিশাল শোক ও তাজিয়া মিছিল বের করে খালি পায়ে, বুক চাপড়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম তুলে, বিশেষ সড়ক প্রদক্ষিন করে শাহজীবাজার হযরত শাহ সোলেমান ফতেহগাজী রহঃ বাগদাদী মাজার শরীফের দিকে এগিয়ে যায় মিছিলটি। পুনরায় হোসাইনী মোকামবাড়ি রিয়াজনগর এসে শেষ হয় শোক ও তাজিয়া মিছিল।
এই মিছিলে বিভিন্ন বয়সী হাজারো মানুষ অংশ নেয়, এবং তাদের অনেকের হাতেই দেখা যায় প্রতীকী ঘোড়া, নিশান ও জীবন্ত দুটি ঘোড়া। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও ছিল।
রিয়াজনগর পাক পাঞ্জাতন হোসাইনী মোকাম বাড়িতে ১০মহররম উপলক্ষে ১০দিন ব্যাপী জারি, মাত্তম, দোয়া মোনাজাত, মহানবী হযরত মুহাম্মদ (স.) এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) গিলাবে (প্রতীকী) সম্মান প্রদর্শন করেন হোসাইনী প্রেমীরা। এছাড়াও বিশেষ ফজিলতের আশায় অনেক ধর্মপ্রাণ মুসলমান রোজা পালন করেছেন।