ঢাকাWednesday , 9 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের রামপালের ১০ টি ইউনিয়নের ওয়ার্ড বিএনপির নির্বাচন সম্পন্ন।

Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।

বাগেরহাটের রামপালে সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রামপালের ১০ টি ইউনিয়নের তৃণমূল বিএনপির সদস্যদের ভোটের মাধ্যমে ওয়ার্ড বিএনপির কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (৯ জুলাই) উপজেলার পেড়িখালী ও ভোজপাতিয়া ইউনিয়নের নির্বাচনের মধ্য দিয়ে ১০ টি ইউনিয়নের ৯০ টি ওয়ার্ডের প্রধান ৫ পদের নির্বাচন সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কমিটি গঠনের এ নির্বাচন সম্পন্ন হয়।

জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাগেরহাটের ১০ টি উপজেলা বিএনপির তৃণমূল ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন শুরু করা হয়। এর অংশ হিসেবে রামপালের ১০ টি ইউনিয়নের ওয়ার্ড কমিটির নির্বাচন শুরু হয়। আজ (৯ জুলাই) উপজেলা বিএনপির পেড়িখালী ও ভোজপাতিয়া ইউনিয়নের ওয়ার্ড নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন প্যানেল ৯০ টি পদের মধ্যে ৫৮ টিতে জয় পান। উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামের প্যানেল জয় পেয়েছেন ৩২ টি পদে। এতে আহবায়ক হাফিজুর রহমান তুহিন প্যানেল জয় পেয়েছেন মোট ১৯৬ পদে। অপরদিকে সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম প্যানেল জয় পেয়েছেন মোট ২৫৪ টি পদে। কাজী জাহিদ প্যানেল ৫৪ টি পদে এগিয়ে রয়েছেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে তৃণমূলের নির্বাচন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। তৃণমূলের বিএনপির নেতারা জানান গত ৩০ বছর পরে তৃণমূলের নির্বাচনে তারা খুশি হয়েছেন। উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন ও সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আগামীতে ওয়ার্ডের পরে ইউনিয়ন ও উপজেলা বিএনপির কমিটি ভোটের মাধ্যমে গঠন করা হবে। এতে দল আরো শক্তিশালী হবে বলে মনে করেন এ নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST