মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এবারের বিশ্ব জনসংখ্যা দিবসে প্রতিপাদ্যের বিষয় ছিলো “ন্যায্য ও সম্ভাবনাময় নিয়ে পছন্দের পরিবার নজর প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”
১৪ জুলাই সোমবার সকাল ১১টায় পানছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: হাফিজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনুতোষ চাকমা, পানছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন, পানছড়ি যুব উন্নয়ন কর্মকর্তা মো: আমির হোসেন, পুজগাং ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা সহ পরিবার পরিকল্পনা কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, বাল্য বিবাহ, পছন্দের পরিবার এবং তারুণ্যের ক্ষমতায়নে সবচেয়ে বড় বাধা, বাল্য বিবাহ রোধে সবাইকে সচেতন হতে হবে, তবেই পরিকল্পিত পরিবার এবং তারুণ্যের ক্ষমতায়ন সম্ভব।
আলোচনা সভা শেষে ক্রেষ্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন। এ সময় ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে এবারের শ্রেষ্ঠ সম্মাননা স্বারক ও ক্রেষ্ট গ্রহন করেন ২নং চেঙ্গী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা।