জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া পৌরসভার জেসিজি ম্যাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা বোর্ড কতৃক অনুমোদন পেয়ে সভাপতি হয়েছেন এস এম এনামুল কবির চন্দন।
গত ১৭ মার্চ শিক্ষা বোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত চিঠিতে এস এম এনামুল কবির চন্দনকে কমিটির সভাপতি করে স্বারক প্রদান করেছেন। এনামুল কবির চন্দন বাংলাদেশ জাতীয়বাদী দলে একনিষ্ঠ কর্মী। তিনি জাতীয়বাদী ছাত্রদলের নড়াইল জেলার সাবেক সাধারণ সম্পাদক, সভাপতির দয়িত্বে ছিলেন। পরর্বতীতে নড়াইল জেলার কৃষক দলের সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন।
সভাপতির দায়িত্বভার গ্রহণ করেই আগোছালো বিদ্যালয়টিকে সুন্দর ভাবে গোছাতে থাকেন এবং বিদ্যালয়ের অসমাপ্ত কাজগুলো গুছিয়ে নেন। ইতিমধ্যে বিদ্যালয়ে আসা যাওয়ার রাস্তাটি ছিলো সম্পূর্ণ চলাচলের অনুপযোগী। ছাত্রদের খেলাধুলার জন্য মাঠে কোন গোলপোস্ট ছিলো না, সেটিও তিনি নির্মান করেছেন, তারপর বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানের জন্য মঞ্চের প্রয়োজন থাকায় সেই মঞ্চটি অনুমোদন করিয়েছেন। বিদ্যালয়ের জমি জটিলতা ছিলো সেটিও তিনি সমাধান করেছেন।
এই কাজগুলি সভাপতি এস এম এনামুল কবির চন্দন বিভিন্ন দপ্তরে দৌড়ঝাপ করে করতে সক্ষম হয়েছেন।
এনিয়ে জেসিজি মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৌহিদুজ্জামান বলেন এতো অল্প সময়ে সভাপতি যে উন্নয়ন মুলক কাজ করেছেন সত্যি প্রশংসার দাবিদার।