স্টাফ রিপোর্টার, বগুড়া-
বগুড়া শহরতলির ইসলামপুর হরিগাড়ি এলাকায় ধারালো অস্ত্রের হামলায় ০২ জন নিহত ও ০১ জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যার পর এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, ওই এলাকার তিনজন নারী—
লাইলী বেওয়া (৭০), হাবিবা বেগম (২২) ও বন্যা খাতুন (১৮) —ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে লাইলী বেওয়া ও হাবিবা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত বন্যাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
নিহত লাইলীর স্বামী মৃত আব্দুল কুদ্দুস এবং হাবিবার স্বামী মো. পারভেজ। আহত বন্যার পিতা মো. বুলবুল। তিনজনই বগুড়া শহরতলির হরিগাড়ি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
তবে, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে তাৎক্ষণিক ভাবে কিছু জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।