সুলাইমান পোদ্দার তজুমদ্দিন
আজ বৃহস্পতিবার ‘২৪ জুলাই আগস্ট বর্ষপূর্তি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে ভোলার তজুমদ্দিন উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে ২৪ গনঅভ্যুত্থানের গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শহীদদের স্মরণে অত্র প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে শহীদদের নিয়ে বিভিন্ন গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রদর্শন করেন।
গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৩ টি প্রতিষ্ঠান ও মাধ্যমিক পর্যায়ে ১৫ টি মাদ্রাসা ও ১৭ টি বিদ্যালয় অংশগ্রহণ করেন। উক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে চাঁদপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা ১ম, চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয় ২য়, সম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয় ৩য় স্থান অর্জন করেন। উচ্চ মাধ্যমিক পর্যায়ে তজুমদ্দিন সরকারি কলেজ ১ম,চাঁদপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা ২য়,তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ ৩য় স্থান অর্জন করেন।
এই সময় গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পরিদর্শনে প্রতিনিধিত্ব করেন তজুমদ্দিন সরকারি কলেজে প্রভাষক সালমান হোসেন,চাঁদপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ কামাল মাহমুদ,ফজিলাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন সহ অনন্য কর্মকর্তাবৃন্দ।