ঢাকাFriday , 18 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জ হকার্স মার্কেটে আগুন,ব্যবসায়ীদের চোখে জল।

দেশ চ্যানেল
July 18, 2025 6:58 am
Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের ব্যস্ততম শহর চাষাঢ়া এলাকার হকার্স মার্কেটে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে।শুক্রবার সকাল প্রায় ৬ টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।তাৎক্ষণিক খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট প্রায় এক ঘন্টার উপরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।আগুন নেভাতে গিয়ে পাঁচজন আহত হয়েছেন বলে জানায় দোকান ব্যবসায়ীরা।হকার্স মার্কেটের ব্যবসায়ীরা আরো জানান-আগুনে তাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ঘটনায় ব্যবসায়ীদের চোখের জল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না।স্থানীয়রা জানান,সকাল আনুমানিক ৬ টা ৪৫ মিনিটের দিকে হকার্স মার্কেটে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়।তাৎক্ষণিক নিজেরা আগুন নেভানোর চেষ্টা করলে ব্যর্থ হয়ে তারা ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করলে,খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একাধিক টিম এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান-হকার্স মার্কেটের অধিকাংশ জামাকাপড়ের দোকান।সিটি করপোরেশনের উদ্যোগে চাষাঢ়ায় হকার্সদের পুনর্বাসনের জন্য টিন দিয়ে তৈরি ৬৪২ ছোট দোকান ঘর নির্মাণ করে দেওয়া হয়েছিল। আগুনে হকার্স মার্কেটের ৩০টি দোকানঘর পুড়ে গেছে।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান বলেন,খবর পাওয়া মাত্রই আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।তবে ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST