ঢাকাSaturday , 19 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ-শাকিল সাইফুল্লাহ।

দেশ চ্যানেল
July 19, 2025 6:47 am
Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় গতকাল শুক্রবার(১৮/০৭/২৫ ইং)বিকেলে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)দলের নেতৃবৃন্দের একটি কর্মসূচি চলাকালে আজানের সময় বক্তব্য প্রদান ও ব্যানার সাঁটানোর ঘটনাকে কেন্দ্র করে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।বিষয়টি নিয়ে স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়।ধর্মীয় অনুভূতিকে উপেক্ষা করে কর্মসূচি চালিয়ে যাওয়াকে অনেকে অমার্জনীয় বলেও মন্তব্য করেছেন।এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্যে সোনারগাঁ উপজেলা শাখার(এনসিপি)প্রধান সমন্বয়ক শাকিল সাইফুল্লাহ দুঃখ প্রকাশ করে বলেন, “আমাদের কর্মসূচির কোনো অংশেই ধর্মীয় অনুভূতিকে আঘাত করার উদ্দেশ্য ছিল না। আজানের সময় বক্তব্য চলা এবং ব্যানার টানানো ছিল অনিচ্ছাকৃত। আমরা এ ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে যেন এমন কিছু না ঘটে সে বিষয়ে আরও সতর্ক থাকবো।”স্থানীয় সূত্রে জানা যায়, ইতোমধ্যে সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে যেন ভবিষ্যতে ধর্মীয় সময়সীমা ও সংস্কৃতির প্রতি পূর্ণ সম্মান জানিয়ে কর্মসূচি পরিচালিত হয়।ঘটনাটি ঘিরে জনমনে বিরাজমান অসন্তোষ কিছুটা প্রশমিত হলেও অনেকেই এনসিপি নেতাদের আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST