ঢাকাSaturday , 19 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু।

দেশ চ্যানেল
July 19, 2025 3:25 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধি খুলনা

আজ শনিবার দুপুরে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা পুজা খোলা ইসলামিয়া কলেজ মোড়ে ঘটনাটি ঘটে। পরিবারের সদস্যরা মৃত ব্যক্তিদের যে যার বাড়িতে নিয়ে গেছেন।

নিহতরা হলেন, নগরীর সোনাডাঙ্গা বয়রা সেরের মোড় এলাকার আব্দুর রবের ছেলে বাবু (৫০), খালিশপুর বয়রা জংশন রোডের আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), একই এলাকার কালিপদের ছেলে গৌতম কুমার বিশ্বাস (৪৭), সোনাডাঙ্গা রায়ের মহল মেলার মাঠ সংলগ্ন এলাকার আজিবর (৫৯) এবং খালিশপুর বয়রা পাবলিক কলেজের পেছনের তোতা (৬০)।

এছাড়া বিষাক্ত মদপানে গুরুতর অসুস্থ বয়রা দাসপাড়া এলাকার সনু (৫৮) আবু নাসের বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। তার অবস্থা আশংকাজনক।

সোনাডাঙ্গা মডেল থানার সেকেন্ড অফিসার আব্দুল হাই বলেন, ৫ জনের মৃত্যুর খবর পেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দুইজনের লাশ পাই। অন্যদের পরিবার যে যার মতো লাশ বাড়িতে নিয়ে গেছে। বিষাক্ত মদপানে তাদের মৃত্যু হয়েছে।

এই বিষাক্ত মদ কাদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST