ঢাকাSunday , 20 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

হবি এগ্রো এন্ড ফিশারিজ’র বিরুদ্ধে কৃষি জমি অবৈধভাবে বালু দিয়ে ভরাটের অভিযোগ।

দেশ চ্যানেল
July 20, 2025 11:04 am
Link Copied!

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা মৌজার ব্যক্তি মালিকানাধীন কৃষি জমি অবৈধভাবে বালু দিয়ে ভরাটের অভিযোগ উঠেছে হবি এগ্রো এন্ড ফিশারিজ নামক একটি প্রতিষ্ঠানের মালিক ওবায়দুর রহমান অভির বিরুদ্ধে। এ ব্যাপারে জমির মালিক মাসুম আহমেদ বাদি হয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেন।

রবিবার (২০ জুলাই) সকালে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. মামনুন আহমেদ অনীক।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কুল্লা ইউনিয়নের রুপনগর এলাকার বড় কুশিয়ারা মৌজার ৮২ শতাংশ জমি গত ২৬ জুন রেজিস্ট্রি বায়না করেন মাসুম আহমেদ। এর কিছুদিন পরই ওই জমির মাটি চারপাশ থেকে ভেকু দিয়ে কেটে বাধ নির্মাণ করে ড্রেজার দিয়ে ভরাট করে দখলের চেষ্টা করছে একটি চক্র।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হবি এগো এন্ড ফিশারিজ নামে একটি সাইনবোর্ড ভরাটকৃত জমিতে লাগানো রয়েছে যার প্রোপাইটরের নাম দেয়া আছে মো. ওবায়দুর রহমান অভি। ভুক্তভোগী মাসুম আহমেদের দাবি করা ৮২ শতাংশ জমি ছাড়াও আরোও প্রায় ২০০ শতাংশ কৃষি জমি সরাকারি অনুমোদন ছাড়াই ভরাট করে জমির শ্রেণী পরিবর্তন করছে হবি এগ্রো এন্ড ফিশারিজ নামক একটি প্রতিষ্ঠান।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ওবায়দুর রহমান অভি সাভার পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি এবং সাভার বণিক সমিতির সভাপতি। তিনি জমি ব্যবসা ও কৃষি খামার ব্যবসার সাথে জড়িত।

জমির মালিক মাসুম আহমেদ বলেন, আমি ৮২ শতাংশ জমি ক্রয় করেছি। ওবায়দুর রহমান অভি জোরপূর্বক আমার জমি ভরাট করে দখলের পায়তারা করছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।

জমি ভরাটের বিষয়ে ওবায়দুর রহমান অভি বলেন, এই অভিযোগের বিষয়ে আমি জানি না। আমি এখন দেশের বাইরে (জাপান) আছি। এমন যদি কিছু হয়ে থাকে তাহলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে ডাকবে আমি যাবো। এইরকম যদি কিছু হয়ে থাকে তাহলে মূল মালিক অথবা বায়নাসুত্রে মালিক আমার কাছে আসবে, আমার কাছে আসলে যদি সমাধান না দিতে পারি তাহলে সে অভিযোগ করতে পারে। আমি ২৬ জুলাই দেশে আসবো এবিষয়ে যোগাযোগ করবো।

এবিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. মামনুন আহমেদ অনীক বলেন, কুল্লা ইউনিয়নে জমি ভরাটের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। দুই পক্ষকে ডাকা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST