আবুজর গিফারী, উপজেলা প্রতিনিধি
বেড়া উপজেলার নতুন ভারেঙ্গায় শিফা ব্যাটারি প্রাইভেট লিমিটেড কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই লাখ টাকা দন্ড দেন এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।
মঙ্গলবার (২২ জুলাই) বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের নতুন ভারেঙ্গায় অবস্থিত শিফা ব্যাটারি প্রাইভেট লিমিটেড এর কারখানায় বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম পরিবেশ অধিদপ্তর পাবনার পরিদর্শক আব্দুল মোমিন অভিযান পরিচালনা করেন।
ব্যাটারির উচ্ছিষ্ট বর্জ্য যত্রতত্র ফেলে পরিবেশ ও জীববৈচিত্রের ক্ষতিসাধনের প্রমান পাওযায় প্রতিষ্ঠানের মালিক মোঃ জায়দার দোষ স্বীকার করে স্বীকাররোক্তি দেয়ায় তৎক্ষণাৎ ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ পরিবেশ আইন ১৯৯৫ অনুযায়ী অভিযুক্তকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেন এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
আগামী ১৫ দিনের মধ্যে বিধি মোতাবেক কারকানার উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয়া হয়। সেই সাথে পাবনা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শককে তাদের কার্যক্রম তদারকি করার জন্য নিদের্শ প্রদান করেন।
বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম জানান, পরিবেশ রক্ষা ও জন স্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।