মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বেআইনিভাবে চলাচল করা মালবাহী নসিমন ও করিমন যানবাহনের শব্দদূষণ ও কালো ধোঁয়ার কারণে জনজীবন চরম ভোগান্তিতে পড়েছে।বিশেষ করে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচআনী(পাঁচকানির কান্দি)এলাকা ও আশপাশের গ্রামীণ সড়কে এসব যানবাহনের যত্রতত্র চলাচলে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।স্থানীয়রা অভিযোগ করেছেন,এসব নসিমনের অতিরিক্ত শব্দ ও বিষাক্ত কালো ধোঁয়া বৃদ্ধ-বৃদ্ধা, শিশু ও রোগীদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।পাশাপাশি স্কুলগামী শিক্ষার্থীরাও প্রতিনিয়ত বিরক্তিকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছে।যানবাহনগুলোর নেই বৈধ রেজিস্ট্রেশন,লাইসেন্স কিংবা নির্ধারিত রুট পারমিট।তবুও দিনের পর দিন প্রশাসনের নজরদারির অভাবে এগুলো অবাধে চলাচল করে যাচ্ছে।এ বিষয়ে সোনারগাঁ উপজেলা পরিবেশ রক্ষা সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন বলেন-অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে।জনস্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।সচেতন নাগরিকরা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন,যাতে জনজীবন স্বাভাবিক ও নিরাপদ রাখা যায়।