ঢাকাSaturday , 26 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ” অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
July 26, 2025 3:46 pm
Link Copied!

সুলাইমান পোদ্দার তজুমদ্দিন প্রতিনিধি

ভোলার তজুমদ্দিনে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ” শীর্ষক এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই ২০২৫) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি দুই পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় আয়োজনে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ” কার্যক্রমে অংশগ্রহণ করা হয়। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সমাজ গঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা, কবিতা আবৃত্তি, নাত পরিবেশনা এবং এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ দেবনাথ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহব্বত খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেলিম মিয়া, উপজেলা কোস্টগার্ড প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিক, সমাজসেবক এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারবর্গের সদস্যরা।

দিনব্যাপী এই আয়োজনটি ছিল দেশপ্রেম, সমাজ সচেতনতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করার এক অপূর্ব নিদর্শন। অংশগ্রহণকারীরা এই আয়োজনের মাধ্যমে সমাজ পরিবর্তনে ব্যক্তিগত ও সমষ্টিগত দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST