মোঃ আব্দুল আজিজ নওগাঁ বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ঐতিহ্যবাহী ছাতড়া বাজার বণিক সমবায় সমিতির (নিবন্ধন নং ১৩৬৮) ত্রি- বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে । শনিবার(২৬ জুলাই ) ছাতড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ছাতড়া বাজার বণিক সমবায় সমিতির ২২৫ জন ভোটারের মধ্যে ২১৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি ৩ জন প্রার্থীর মধ্যে তাইজ উদ্দিন বিশু (মোরগ) ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুলাল হোসেন (ছাতা)৪৬ পেয়েছেন ভোট।
সহ-সভাপতি পদে মহব্বত আলী(হরিণ) ১৫৫ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলতাফ হোসেন (আনারস)পেয়েছেন ৬২ ভোট।
সম্পাদক পদে ২জন প্রার্থীর মধ্যে রাসেল মন্ডল রনি (বাঘ)১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম মুকুল (হাতি) পেয়েছেন ৩৭ ভোট।
সদস্য পদের ১০জন প্রার্থীর মধ্যে ৮ জন প্রার্থী বিজয়ী হয়েছেন যারা অহিদুল ইসলাম (কাপ পিরিজ)১৮৭ ভোট , নুরুল আমিন (হাঁস)১৭০ ভোট, মুস্তাফিজুর রহমান (সেলিং ফ্যান)১৬৩ ভোট, ইমরান আলী (উড়োজাহাজ) ১৬২ ভোট, আব্দুল্লাহ আল জাঈদ (দোয়াত কলম) ১৫৭ ভোট, জিয়াউল হক (বাইসাইকেল) ১৫৭ ভোট, আরিফুল ইসলাম (টেলিভিশন) ১৩৯ ভোট, আজাদ আলী (মই)১২০ ভোট। সদস্য পদে নাসির উদ্দিন (টেবিল)৯২ ভোট, মোবারক আলী মন্ডল (তালা চাবি) ১০৪ ভোট পেয়ে পরাজয় হয়েছেন ।
উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মাহবুব আলম জানান, নির্বাচনের শৃঙ্খলা বজায় রাখতে মাঠে পর্যাপ্ত পরিমাণ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন প্রধানের ভূমিকায় ছিলেন এসআই তরিকুল ইসলাম, ডিএসবির এসআই বাবুল হোসেন,এএসআই মিজানুর রহমান, ডিএসবি হান্নান,সোহেলসহ প্রমুখ ।