মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁ
নওগাঁর নিয়ামতপুরে ২০২২- ২৩ সালের এসএসসি-ও এইচএসসিতে যারা শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে কৃতিত্ব অর্জন করেছেন, তাদের কে ক্রেষ্ট ও সনদ প্রদান করেছেন আজ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে ২৭জুলাই রবিবার সকাল ১১:০০টায় নিয়ামতপুর উপজেলা হল রুমে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট এবং সনদ তুলে দেন জেলা শিক্ষা অফিসার ।
নওগাঁ জেলার সুযোগ্য জেলা শিক্ষা অফিসার শাহাদৎ হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার এস এম আবদুল লতিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয় ।
অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, নওগাঁ জেলা শিক্ষা অফিসার শাহাদৎ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক নাজমুল হোসাইন ও নওগাঁ জেলা অফিসের সহকারী পরিদর্শক ,আসমা সাদিয়া ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়ামতপুরে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। নিয়ামতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম,বালাতৈড় কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন,জোনাকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন,
নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামত পুর শাখার সভাপতি আব্দুল আজিজ শেখ,সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম,এফএমরেডিও নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি সফিকুল ইসলামসহ প্রমুখ ।
পরে অতিথিবৃন্দ শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ তুলে দেন।”