মোঃ আব্দুল আজিজ নওগাঁ বিশেষ প্রতিনিধি
জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাই নাই, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয়, সাম্য চায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কিন্ডারগার্টেন ও বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার (২৭জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি মোস্তাফিজুর রহমান (লেলিন)এর সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মিজানুর রহমান , এসিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আনোয়ার ,মেহেদী হাসান, রফিকুল ইসলাম প্রধান শিক্ষক ইউনিভার্স এডুকেয়ার, এবাদুল ইসলাম বেসরকারি দ্বারজাপুর মুক্তাঙ্গন সবুজ সংঘ স্কুল, প্রমুখ। প্রসঙ্গত, উপজেলার ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণীর প্রায় চার শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়ছে।