মো আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল মতিন বলেছেন, দেশের কৃষি ক্ষেত্রে গুড কালচারাল প্রাকটিস বা আধুনিক উত্তম চাষাবাদ প্রদ্ধতি প্রয়োগ করে বৈদেশিক রপ্তানীজাত ফসল উৎপাদনের কৃষি চর্চা চালু করতে হবে। কারণ আমাদের এই কৃষি প্রধান দেশের উৎপাদিত ফসল বিদেশে রপ্তানীযোগ্য করার উপযোগী করার জন্য কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুলাল ট্রান্সফরমেশন নফর নিউট্রেশন এন্টারপ্রেনরশিপ এন্ড রিসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় কৃষক স্কুলের মাধ্যমে মাঠ পর্যায়ে সরাসরি কৃষক-কৃষানিদের প্রশিক্ষন প্রদান করা হয়। কৃষক কখন কোন সার বীজ কি পরিমান প্রয়োগ করবে তা হাতে কলমে শেখানো হয়। আজ মঙ্গলবার সকালে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে তেঁতুলিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ‘‘পার্টনার কংগ্রেস’’ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন বলেন।
উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্দ্যান), সুবোধ চন্দ্র রায়, পার্টনার প্রকল্প দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা সমবায় অফিসার মামুনুর রশীদ। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মোতালেব’র সঞ্চালনায় স্বাগত বক্তব্যে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে স্লাইট প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম। এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, স্থানীয় উদ্যোক্তা, কৃষক-কৃষানি, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।