মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলা সাহিত্য পরিষদের আয়োজনে পৌর টাউন হল কার্যালয়ে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত সাহিত্য আড্ডা। ১ আগস্ট শুক্রবার সন্ধ্যায় কবিতা, ভাবনা ও সংস্কৃতির অনুরণনে মুখরিত হয়ে উঠেছিল জেলা শহরের পৌর টাউন হল কার্যালয়।
সাহিত্য আড্ডায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান। অতিথি ছিলেন জাতীয় পর্যায়ের কবি হাফিজ রশিদ খান ও সাহিত্যিক সৈয়দ মঞ্জুর মোর্শেদ। সঞ্চালনায় ছিলেন গবেষণা সম্পাদক মথুরা বিকাশ ত্রিপুরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সাহিত্য পরিষদের সহ-সভাপতি ধর্মরাজ বড়ুয়া, সাধারণ সম্পাদক ইউসুফ আদনান, জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেনসহ লেখক, কবি ও সংস্কৃতিকর্মীরা।
আড্ডায় কবিতা পাঠ, গল্প পাঠ ও মুক্ত আলোচনায় উঠে আসে পাহাড়, প্রকৃতি, ভাষা, আত্মপরিচয় ও সমাজ-রাজনীতির নানা অনুষঙ্গ। বক্তারা বলেন, “সাহিত্য আত্মার অন্বেষণ, যা সমাজকে আলোকিত করে।” সাহিত্যিকরা মনে করেন, সাহিত্যচর্চার এ ধারা নতুন প্রজন্মের জন্য হয়ে উঠছে আলোর বাতিঘর। আয়োজনটি ছিল মননের জাগরণ ও সাংস্কৃতিক প্রতিবাদের অনন্য অভিব্যক্তি।