মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদী থেকে চুরি হওয়া একটি মিনি ট্টাক যশোর থেকে উদ্ধার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ৪ জনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বৃহস্পতিবার বিকেল জেলা হাজতে পাঠানো হয়৷
গ্রেফতারকৃতরা হলেন, মাদারীপুরের ডাসার কাজীবাকাই ইউনিয়নের উত্তর ভাউতলী গ্রামের ফারুক বেপারীর ছেলে হাফিজ বেপারী (৩২),গোপালপুর ইউনিয়নের পশ্চিম বনগ্রামের সিরাজ শিকদারের ছেলে ফোরকান শিকদার (২২), পশ্চিম পূয়ালী গ্রামের হালিম ঘরামীর ছেলে সোহেল ঘরামী (২৩) ও নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামের মৃত কার্তিক চন্দ্র রায়ের ছেলে শুশান্ত রায় (৩৫).।
যশোর জেলার পুলিশ সুপার রওনক জাহান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে কোতয়ালী থানার মুড়ুলী এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় মাদারীপুরের ডাসার উপজেলার ৪ জনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেয়া স্বীকারোক্তিতে জব্দ করা হয় একটি মিনি ট্রাক। পরে আটককৃতরা জানায়, গত ৩ আগস্ট বরিশাল জেলার গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামের বলরাম পোদ্দারের বাড়ি হতে মিনি ট্রাকটি চুরি করে বিক্রির উদ্দেশ্যে যশোরে নিয়ে আসে চোরচক্র। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দেয় গোয়েন্দা পুলিশ। গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে পাঠানো হয় কারাগারে। এই ঘটনার মূলহোতা মাসুদ নামে এক যুবক। সে বর্তমানে পলাতক রয়েছে। তাকে ধরতে চলছে অভিযান।
এদিকে মিনি ট্রাক চুরি হওয়ার ঘটনায় এর মালিক ভাষাই সূত্রধর বরিশালের গৌরনদী থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন। আইনী প্রক্রিয়া শেষে ট্রাকটি মালিকের কাছে পৌঁছে দেয়ার কথাও বলছে পুলিশ।