আব্দুল গাফফার
শেরপুর(বগুড়া)প্রতিনিধি
বগুড়ার শেরপুর পৌর শহরের বাসষ্ট্যান্ড শাহী মসজিদে তাবলীগে এসে ছিনতাইকারীর কবলে পড়েছে ওমর ফারুক (২২) নামের এক যুবক। ১১ আগস্ট সোমবার রাত ১০ টার দিকে নন্দীগ্রাম রোড এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী যুবক ঢাকা জেলার ডেমরা উপজেলার পুর্ব বক্স নগর স্বারলিয়া এলাকার মিজানুর রহমানের ছেলে।
জানা যায়, ওমর ফারুক ঢাকা কাকরাইল মসজিদ থেকে শেরপুর পৌর শহরের বাসষ্ট্যান্ড শাহী জামে মসজিদে তাবলীগ জামাতের সাথীদের সাথে চিল্লা দিতে আসে। ১১ আগস্ট সোমবার রাত ১০ টার দিকে ওই যুবক নিজের প্রয়োজনে নন্দীগ্রাম রোড এলাকায় গেলে তার পথরোধ করে ৩ জন ছিনতাইকারী তাকে মারধর করতে করতে নয়াপাড়া এলাকার দিকে নিয়ে যায় ও তার কাছে থাকা নগদ ১ হাজার ৯০০ টাকা, একটি টেকনো স্পাক ৩০সি মোবাইল ফোন কেড়ে নেয়। এমনকি তাকে মেরে ফেলার ভয় দেখিয়ে তার বিকাশ ও নগদের পিন নাম্বার নিয়ে যায় এবং ১২ আগস্ট মঙ্গলবার বিকেল ৫ টায় ১০ হাজার টাকা নিয়ে শেরপুর সরকারি ডিজে উচ্চ বিদ্যায়ল খেলার মাঠে থাকতে বলে। পরে তার চিৎকারে ছিনতাইকারীরা পালিয়ে যায়। ছিনতাইয়ের এই ঘটনায় ওই এলাকায় আতংক বিরাজ করছে। উক্ত ঘটনায় ওই রাতেই ভুক্তভোগী ওমর ফারুক বাদি হয়ে শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দিন বলেন, ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                