মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়ি সাবজোন ক্যাম্প কর্তৃক পাইয়ুং পাড়া শ্রী লক্ষী নারায়ণ মন্দিরে সংস্কারের জন্য ডেউটিন বিতরণ করা হয়েছে।
১৬ আগস্ট শনিবার দুপুর ১২টার দিকে পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের পাইয়ুং পাড়া শ্রী লক্ষী নারায়ণ মন্দির প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় পানছড়ি সাবজোন কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম মন্দির কমিটির সভাপতি শিবু ত্রিপুরা (৪০) ও পুরোহিত প্রেমজয় ত্রিপুরা (৪২)-এর হাতে ২ বান (২০ পিস) ডেউ টিন তুলে দেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মন্দির কমিটির সদস্য ও গ্রামবাসীসহ প্রায় ৩০-৩৫ জন উপস্থিত ছিলেন।
সামাজিক উন্নয়ন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কারে সেনাবাহিনীর এ উদ্যোগে স্থানীয়রা আনন্দ প্রকাশ করেন এবং সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।