ঢাকাSunday , 17 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ মাধবপুরে জগদীশপুর ইউপি চেয়ারম্যান জেলে থাকায় দায়িত্বহীনতায় স্থবির পরিষদ, সচিবের আচরণে ক্ষোভ।

দেশ চ্যানেল
August 17, 2025 1:46 pm
Link Copied!

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ খান মামলা জনিত কারণে জেলে  থাকায় পরিষদ কার্যক্রম এক সপ্তাহ ধরে স্থবির হয়ে আছে। নীতিমালা অনুযায়ী চেয়ারম্যান অনুপস্থিত থাকলে পরের দিন থেকেই প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব নেওয়ার কথা থাকলেও এখনো তা কার্যকর হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্যানেল চেয়ারম্যান মো: আরজু মিয়াকে নানা অজুহাতে দায়িত্ব থেকে বিরত রাখছেন ইউনিয়ন পরিষদের সচিব বলাই চক্রবর্তী। এ বিষয়ে সচিবের সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, ইউনিয়ন পরিষদের নীতিমালায় কী বলা আছে আমি জানি না, নীতিমালা পুরোপুরি আমার নলেজে নাই।

প্যানেল চেয়ারম্যান মো. আরজু মিয়া অভিযোগ করে বলেন, “সচিব আমাকে আজ-কাল বলে বিলম্বিত করছেন, কেন করছেন আমি জানি না।

জানা গেছে, চেয়ারম্যান মাসুদ খান জেলে যাওয়ার পর থেকে ১০ আগস্ট থেকে ইউনিয়ন পরিষদের সব কার্যক্রম বন্ধ রয়েছে। জন্মনিবন্ধন, মৃত্যু নিবন্ধন, বিভিন্ন সনদপত্রসহ কোনো ধরনের সেবা জনগণ পাচ্ছেন না। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও ভোগান্তি সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST