মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ খান মামলা জনিত কারণে জেলে থাকায় পরিষদ কার্যক্রম এক সপ্তাহ ধরে স্থবির হয়ে আছে। নীতিমালা অনুযায়ী চেয়ারম্যান অনুপস্থিত থাকলে পরের দিন থেকেই প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব নেওয়ার কথা থাকলেও এখনো তা কার্যকর হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্যানেল চেয়ারম্যান মো: আরজু মিয়াকে নানা অজুহাতে দায়িত্ব থেকে বিরত রাখছেন ইউনিয়ন পরিষদের সচিব বলাই চক্রবর্তী। এ বিষয়ে সচিবের সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, ইউনিয়ন পরিষদের নীতিমালায় কী বলা আছে আমি জানি না, নীতিমালা পুরোপুরি আমার নলেজে নাই।
প্যানেল চেয়ারম্যান মো. আরজু মিয়া অভিযোগ করে বলেন, “সচিব আমাকে আজ-কাল বলে বিলম্বিত করছেন, কেন করছেন আমি জানি না।
জানা গেছে, চেয়ারম্যান মাসুদ খান জেলে যাওয়ার পর থেকে ১০ আগস্ট থেকে ইউনিয়ন পরিষদের সব কার্যক্রম বন্ধ রয়েছে। জন্মনিবন্ধন, মৃত্যু নিবন্ধন, বিভিন্ন সনদপত্রসহ কোনো ধরনের সেবা জনগণ পাচ্ছেন না। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও ভোগান্তি সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন।