মুন্না ইসলাম আগুন স্টাফ রিপোর্টার রাজশাহী:
রাজশাহীর পুঠিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফা সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার বেলপুকুর ইউনিয়নের জয়পুর বাজার, জামিরা হাট ডিসির মোড় ও বেলপুকুর বাজার এলাকায় এসব কর্মসূচি পরিচালনা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৫ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিক। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
পথসভায় আবু বকর সিদ্দিক বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে ৩১ দফা ঘোষণা করেছিলেন। সেখানে নাগরিকদের অধিকার, বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা ও জনগণের কল্যাণে করণীয় বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। আমরা এসব দফার কথা জনগণের কাছে পৌঁছে দিচ্ছি, যাতে তারা জানতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালিত হবে।”
তিনি আরও বলেন, “এই ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে একটি সুখী ও সমৃদ্ধ দেশ। বিশ্বপরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প নেই।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, সদস্য মোস্তাক আহমেদ মোস্তাক, সদস্য মাজেদুর হক, বিএনপি নেতা গোলাম আজম, ইউনুস আলি, ছাত্রনেতা জুয়েল, জনি প্রমুখ।