মুন্না ইসলাম আগুন স্টাফ রিপোর্টার রাজশাহী:
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রাজশাহীর দুর্গাপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার জয়নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
স্থানীয় বিএনপির প্রবীণ নেতা মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী ৫ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিক।
স্থানীয় বিএনপি কর্মী ইঞ্জিনিয়ার চঞ্চলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্শেদ শিবলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু,বিএনপি নেতা শামসুল ইসলাম, যুবদলের সাবেক সভাপতি আরমান আলী, সাবেক যুবদলনেতা মোজাফফর হোসেন, সিহাব, এন্তাজ, ফারুকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।