স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা হয়রত আলীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
গত মঙ্গলবার( ১৯ আগস্ট ) দিবাগত রাতে সিরাজগঞ্জে আত্মগোপনে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হযরতকে আটক করা হয়।
স্বেচ্ছাসেবক লীগ নেতা ও চেয়ারম্যান হয়রত আলীর বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান হয়রত আলী আশেকপুর ও চকজোড়া এলাকায় আবাদি জমি ও ভিটা কেটে অবৈধভাবে মাটি বিক্রির মাধ্যমে ত্রাসের রাজত্ব গড়ে তুলেছে। সিন্ডিকেট তৈরি করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে তাদের জমি থেকে মাটি কেটে বিক্রি করতেন। এছাড়াও ইউনিয়ন পরিষদের নানা কর্মকাণ্ডে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।