সুলাইমান পোদ্দার তজুমদ্দিন প্রতিনিধি।
নানান কর্মসূচির মাধ্যমে ভোলার তজুমদ্দিন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বুধবার বেলা ১১ ঘটিকায় তজুমদ্দিন মধ্য বাজার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। ব্যান্ড পার্টির তালে তালে নানান স্লোগানে মুখরিত হতে দেখা যায়।
র্যালি শেষে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন যায়গায় ময়লার ডাস্টবিন স্থাপন করা হয়। এরপর বিভিন্ন যায়গায় ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়। বৃক্ষ রোপণ কর্মসূচি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিতর নেতাকর্মীরা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপির সভাপতি মহিউদ্দিন জুলফিকার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহ্ মোঃ শাহীন সাজী, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ সুমন,সদস্য আশরাফুল হক সোহাগ, হাছনাইন মাহমুদ নাসিম, তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন,তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা আলহাজ্ব সাইদুর রহমান রিপন,মোঃশামসুদ্দিন, মিজান পাটোয়ারী,আজাদ হোসেন রাসেল, নিরব মোল্লা, আঃ গফুর,মামুন হোসেন, আমিনুল আহাদ তৌহিদ, মজিরুদ্দিন রায়হান, কামরুল হাসান,হাসান ভূইয়া, সেলিম পন্ডিত, বিল্লাল তালুকদার সহ অসংখ্য নেতাকর্মী।