মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪-২০২৫ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় অসচ্ছল ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব নাদির শাহ মহোদয়। এ সময়ে উপজেলা সমাজসেবা অফিসার ও চরপাকেরদহ ইউনিয়ন প্রশাসক তৌফিকুল ইসলাম খালেক ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
মাদারগঞ্জ উপজেলার উপকারভোগীরা হলেন বালিজুড়ী পন্ডিত পাড়ার আলতাফুরের মেয়ে মীম, বাশদাইরের সিপনের ছেলে মোস্তাকিন, চরভাটিয়ান, বদিউজ্জামানের ছেলে রাসেল,চাঁদপুরের বোছা মোল্লার ছেলে সৈয়দুজ্জামান, চাঁদপুরের রবিউল ইসলামের ছেলে ফয়সাল পাঁচ জন।
অসচ্ছল ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
সমাজসেবা অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং উপকার ভোগীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।