ঢাকাThursday , 21 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

“নেএকোনায় পলাতক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

দেশ চ্যানেল
August 21, 2025 10:24 am
Link Copied!

উপজেলা প্রতিনিধি, দূর্গাপুর নেএকোনা।

নেত্রকোনার কেন্দুয়া থেকে মামুন (৩১) নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২০ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে কেন্দুয়া উপজেলার চরখিদিরপুর এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মামুন উপজেলার চরখিদিরপুর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

ময়মনসিংহ র‍্যাব, ১৪ এর সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কেয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, একজন কর্মচারীকে দায়িত্ব পালনকালে বাধা দেওয়ার উদ্দেশে আঘাত করে মামুন। এ ঘটনায় ২০১৯ সালে তার বিরুদ্ধে মামলা হয়। কয়েক মাস আগে মামুনকে ওই মামলায় ৭ মাসের সাজা দেয় আদালত। তবে রায়ের পর থেকে মামুন পলাতক ছিলেন। গোপন সংবাদে গতকাল বুধবার দিবাগত রাতে চরখিদিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে কিশোরগঞ্জ ক্যাম্পের র‍্যাবের একটি দল। পরে মামুনকে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়।কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে দুপুরে মামুনকে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST