ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৩ নং বকুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজাহারুল হক কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
উপজেলার বকুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজাহারুল হক কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আকতার জামিল।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়,দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অনুপস্থিত ও আরো বিভিন্ন দলীয় কর্মসূচিতে কর্মসূচিতে অনুপস্থিত অনাগ্ৰহ এবং উদ্ধেতন নেতাদের ফোন কলের গুরুত্ব না দেওয়া ও শৃঙ্খলা ভঙ্গের পরিলক্ষিত হয়। এমতাবস্থায় এই সকল গাফিলতি/দলীয় কাজে অবহেলার কারণে।আগমী (৩) তিন দিনের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবরে লিখিত সহকারে শ্ব-শরীরে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে।
তিনদিনের মধ্যে শ্ব-শরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জবাব না দেওয়া হলে। সাংগঠনিক কার্যক্রমে অনুপস্থিত ও শৃঙ্খলা ভঙ্গের কারণে হরিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল দলীয় সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবে।